সিভিল এভিয়েশনের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান বছরে প্রায় কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার

0
738

এজাজ রহমান:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সিভিল এভিয়েশনের জায়গা দখল করে একটি প্রতিষ্ঠান ফাস্টফুডের দোকান বসিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার প্রায় ১ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দর এলাকায় বহুতল কার পার্কিং-এর পূর্ব পাশে এয়ার পোর্ট কর্ণার নামে মাত্র ৯৬ বর্গফুট জায়গা দোকান পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেয়। প্রতিষ্ঠানটি ৯৬ বর্গফুট জায়গা লিজ নিলেও প্রকৃতপক্ষে ৩০০ ফুটের মতো জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছে। শুধু তাই নয়, এয়ারপোর্ট এলাকায় যেসব ফাস্টফুডের দোকানে বিমান যাত্রী, দর্শনার্থী ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায় করে থাকে।

এর মধ্যে এয়ারপোর্ট কর্ণার তাদের অন্যতম। এ বিষয়ে জানতে জাইলে সম্পত্তি শাখার কর্মকর্তা মো: মহসীন জানান, অতিরিক্ত মূল্যে নেয়ার বিষয়ে দেখার জন্য নির্ধারিত কর্মকর্তা রয়েছে। অতিরিক্ত জায়গা দখলের ব্যবপারে তিনি জানান, আমাদের প্রকৌশলীরা বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঐখানে আরো একটি রুম করা যায় কিনা। উপ-পরিচালক শাহজালাল বেনী মাধব জানান, বিমানবন্দর এলাকায় প্রতি দোকানে পণ্যে নির্ধারিত মূল্য নেয়া এবং মানসম্মত পণ্য বিক্রি করার জন্য ১৫/২০ দিন পূর্বে প্রতিটি দোকানে চিঠি দিয়েছি। এই চিঠির নির্দেশ না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + sixteen =