দোকানের সামনে গাড়ি রাখায়, চালককে পিটিয়ে হত্যা

0
608

কামরুল হাসানঃ মানুষের মনুষ্যত ও বিবেক যখন প্রশ্নবিদ্দ।তখনি মানুষ হত্যার মতো কাজগুলো করা সম্ভব হয়।সামান্য দোকানের সামনে গাড়িরাখাকে কেন্দ্র করে মো. আসলাম (৪৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত লেগুনাচালক মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার রশিদ পাঠানের ছেলে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানান, সকাল ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে চালক প্রতিদিন তার লেগুনা পার্কিং করে রেখে বাড়িতে চলে যান।

কিন্তু নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ের জায়গা না থাকায় মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি রডের দোকানের সামনে লেগুনাটি পার্ক করে রাখেন তিনি।
মঙ্গলবার সকালে স্টিল দোকানের মালামাল বের করতে সমস্যা হলে লেগুনাচালকের খোঁজ করেন দোকানদার।
পরে এ নিয়ে উভয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে স্টিল দোকানি জাকির হোসেন ও রুবেল মো. আসলামকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − 10 =