ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো গার্মেন্টস কর্মী

0
640

ঢাকার সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারিয়েছে এক গার্মেন্টস কর্মী। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গার্মেন্টস কর্মী হাসিনা বেগম (২৬) সাভারের গেন্ডা এলাকায় ডাইনামিক সোয়েটার কারখানায় হেলপার পদে কর্মরত ছিলো। সে সাভারের বনপুকুর এলাকায় আব্দুল খালেকের ভাড়া দেয়া বাসার একটি কক্ষ নিয়ে বসবাস করেন। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অপারেশন ওটি ইনচার্য নাছির আহমেদ বলেন, আহত ওই গার্মেন্টস শ্রমিকের বাম পা হাটু থেকে কেটে ফেলা হয়েছে। তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) আবদুল আউয়াল বলেন, সকালে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ড দিয়ে হাসিনা বেগম রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় তার বাম পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা গেলে পা থেতলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে পুলিশ ট্রাক কিংবা এর চালককে আটক করতে পারেনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two − 2 =