গ্যাসের আগুনে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু

8
653

আজ ভোরে রাজধানীর উত্তরখানে আগুনে পুড়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আজিজুলের (২৭) মৃত্যু হয়েছে।

আজিজুলের শরীরের ৯৯ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আজ শনিবার ভোর ৪ টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহতদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, উত্তরখানের ব্যাপারীপাড়ার ওই বাসায় আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকোট শব্দে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটকজন দগ্ধ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধ ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজেুর (২৫) শরীরের ৬ শতাংশ, আব্দুল্লাহর (৫) ১২ শরীরের শতাংশ, মুসলিমার (২০) শরীরের ৯৮ শতাংশ, পূর্ণিমার (৩৫) শরীরের ৮০ শতাংশ, সুফিয়ার (৫০) শরীরের ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × one =