উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরো একজন মারা গেছে

0
748

ঢাকার উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরো একজন মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রোববার সকালে সুফিয়া বেগম নামে ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

সুফিয়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার ভোরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল। ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। উত্তরখানের ব্যাপারীপাড়ার তিনতলা ওই ভবনের নিচতলায় পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়েছিল। শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরের চুলা জ্বালতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালেই মো. আজিজুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা বেগম (২০)। আর আজিজুলের ফুফু সুফিয়া বেগম মারা যান আজ সকালে। সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), পূর্ণিমার ছেলে সাগর (১২), আজিজুলের বোন আঞ্জু আরা (২৫), তার স্বামী ডাবলু মোল্লা (৩৩), তাদের ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া বাকি সবার অবস্থাই গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =