মায়ের কোলে ফিরল নবজাতক

0
494

চুরি হয়ে যাওয়া সন্তান ফিরে পেয়েছেন সুধা রানী। রোববার বিকেলে রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে উদ্ধার করা ওই নবজাতককে তুলে দেওয়া হয় তার নানা-নানির হাতে।

 

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাড়িরঝাড়া গ্রামের পরশ চন্দ্রের স্ত্রী সুধা রানী মঙ্গলবার সন্তান জন্ম দেন। বুধবার সকালে নবজাতককে নিয়ে আত্মীয়-স্বজন বারান্দায় এলে এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে সে বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়। পরশ চন্দ্র ও তার আত্মীয়-স্বজন বিষয়টি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায়। এ ঘটনায় সুধা রানীর বাবা সন্তোষ কুমার কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। অভিযান পরিচালনার সময় পুলিশের কাছে খবর আসে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু চিকিৎসাকেন্দ্রের কাছে একটি পরিত্যক্ত কোয়ার্টারে ওই শিশুটি রয়েছে। সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ শিশুকে উদ্ধার এবং অপহরণকারী ইয়াসমিন আক্তার মুন্নীকে গ্রেফতার করে। পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নী জানিয়েছে, শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করা হয়েছিল। সে কোনো পাচারকারী চক্রের সঙ্গে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অপহরণকারী মুন্নীর বাড়ি লালমনিরহাটের আদিতমারীতে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =