ইসলামী ব্যাংকের নিরাপত্তা কর্মীদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
609

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে নব-নিযুক্ত নিরাপত্তা কর্মীদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ কর্মশালা ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সেশনে আলোচনা করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমেদ। কর্মশালায় ব্যাংকিং কার্যক্রমে নিরাপত্তা ঝুঁকি নিরসন ও গ্রাহক সেবায় নিরাপত্তা কর্মীদের দায়িত্ব, কর্তব্য ও শিষ্টাচার নিয়ে আলোচনা করা হয়।

এসময় ব্যাংকের নির্বাহী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নব-নিযুক্ত শতাধিক নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবা ও আমানতদারিতার কারণেই বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে ইসলামী ব্যাংক। নিরাপত্তা কর্মীদের সততা, দক্ষতা ও বুদ্ধিমত্তার কারণে অতীতে অনেক অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক। নব-নিযুক্ত নিরাপত্তা কর্মীদেরকে তাদের প্রশক্ষিণ, দক্ষতা ও চৌকস ভূমিকারমাধ্যমে গ্রাহকরে আমানত ও লনেদনেরে নরিাপত্তাসহ সার্বিক নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =