লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0
429

খোরশেদ আলম লাকসাম: আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই (নিসচা) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ১১টার দিকে লাকসাম উপজেলা প্রশাসন ও নিসচার লাকসাম উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে এ বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম সওকত, লাকসাম ট্রাফিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম, লিডার আবদুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, নিরাপদ সড়ক চাই নিসচা’র লাকসাম উপজেলা শাখার উপদেষ্টা আবদুল আউয়াল মজুঃ, রফিকুল ইসলাম হেলাল, ডাঃ মীর হোসেন, আহবায়ক মোজাম্মেল হক আলম, যুগ্ম-আহবায়ককাজী মাসুদ, সেলিম চৌধুরী হীরা, সদস্য সচিব আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ নূরে আলম মানিক, নিসচার উপজেলা সদস্য আবদুর রহমান, সামছুল আলম, রেজাউল করিম, কামরুজ্জামান, অহিদুল ইসলাম, ফরিদা ইয়াসমিন নিপা, তৌহিদুল ইসলাম রবিন, কামাল হোসেন, শাখাওয়াত হোসেন নয়ন, মাহমুদুর রহমান সোহাগ, আবদুল কাদের অপু, খোরশেদ আলস, কাজল রেখা, উপজেলা স্কাউট লিডার মোঃ আসলাম মিয়া, নারী নেত্রী তানিয়া আক্তার, পেয়ারা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =