প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করলেন

0
624

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর চানখারপুল এলাকায় বিশ্বের বৃহত্তম বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন কররেছেন।

প্রধানমন্ত্রী সকালে সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান- শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করেন। এর আগে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা:সামন্তলাল সেন বাসসকে বলেন,আগুনে পোড়া রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সুযোগ-সুবিধা থাকায় এই ইনস্টিটিউট এই রোগীদের চিকিৎসায় নতুন যুগের সুচনা ঘটবে। তিনি বলেন, দেশে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবার চাহিদা মেটাতে এই ইনস্টিটিউট আরো বেশি রোগীর সেবার ব্যবস্থা করবে। বারতলা বিশিষ্ট এই ভবনে আধুনিক সকল চিকিৎসা সরঞ্জাম থাকবে। এতে ৫ শ’ শয্যা, ৫০টি ইনসেনটিভ কেয়ার ইউনিট এবং ১২টি অপারেশন থিয়েটার থাকবে। ২০১৬ সালের ২৭ এপ্রিল এই ভবনের নির্মান কাজ শুরু হয়। এতে আনুমানিক ব্যয় ধরা হয় ৫২২ কোটি টাকা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =