রাজাপুরে তিন জেলের ১ বছর করে কারাদণ্ড

0
445

সংবাদদাতাঃ ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তিনজেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া এলাকার মো. কালাম আকন (৫৫)পিতা মৃত আঃ মন্নান, মো. রুস্তুম হাং (৫০)পিতা মৃত বছির উদ্দিন ও পালট গ্রামের মোঃ মেহেদী হাসান (১৮)পিতা ঃ মাহমুদ হাংকে বুধবার ভোর রাতে রাজাপুরের বিষখালি নদীতে মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন ও রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে। এ সময় এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফরোজা বেগম পারুল তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য-রাত ১০ টা থেকে ভোর পর্যন্ত বিশখালী নদীতে নির্ঘুম কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস অফিস,সহ রাজাপুর থানা পুলিশের দল। ইউএন ও আফরোজা বেগম পারুল বলেন- বিষখালী নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান, নদী মোটামুটি খালি এরমাঝেই এই তিনজন জাল ফেলার প্রস্তুতিকালে আমাদের হাতে আটক হয়,এবং মৎস সংরক্ষন আইনে দন্ড প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 7 =