দশমিনার রাকিব হত্যার প্রধান আসামী জিহাদ গ্রেপ্তার

0
605
দশমিনা প্রতিনিধি:
দশমিনায় চাঞ্চল্যকর ছাত্রলীগনেতা রাকিব হত্যা মামলার এজাহারভ’ক্ত প্রধান আসামী জিহাদকে(১৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার স্বীকারত্তি মতে তাদের নিজ বাড়ি বেতাগী সানকিপুর এলাকা থেকে রাকিব হত্যায় ব্যাবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসএই মাইনুল ইসলাম। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানা পুলিশের সহয়তায় সুবাচনী বাজারের উত্তর পাশে মামলার অপর আসামী মনিরেরর ছোট ভাইয়ের শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হয়।
এসময় আসামী জিহাদের ১৬৪ ধারায় শীকারোক্তিমুলক জবান বন্দি রেকর্ড করা হয়। গতকাল বৃহস্পতিবার জিহাদকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। উল্লেক্ষ্য গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষক মাওঃ আঃ সাত্তারের ছেলে রাকিবকে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হত্যাকরে ডাক্তার আব্দুর রব মৃধার গ্রুপ। এঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  মিছিল সমাবেশ মানবন্ধন অব্যাহত রেখেছে উপজেলা আওয়ামীলীগ , অংগসংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এর আগে রাকিব হত্যায় এজাহারভ’ক্ত আসামী দুই বোনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। বাকী আসামীদেন গ্রেপ্তারে জোড় প্রচেস্টা অব্যাহত রয়েছে বলে জানান মামলার আইও এসআই মাইনুল।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + nine =