সব উদ্‌যাপন নিষিদ্ধ থার্টিফার্স্টে

0
570

নির্বাচনী ডামাডোলের কারণে এবার ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে সব ধরনের উদ্‌যাপন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ভোটের তারিখ ও থার্টিফার্স্ট নাইট কাছাকাছি সময়ে হওয়ায় এই ব্যবস্থা। আগামী ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্টে কোথাও কোনো অনুষ্ঠান আয়োজন করে সেখানে ডিজে পার্টি করা, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। আন্তর্জাতিকমানের হোটেলগুলো ছাড়া অন্য বারগুলোতে ৩১শে ডিসেম্বর বিকাল থেকে পরদিন বিকাল পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও ঘোরাঘুরি করা যাবে না। থার্টিফার্স্টের আগে ২৫শে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে সাড়ে তিন হাজার গির্জায় বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিনেও আতশবাজি, পটকা ফোটানো যাবে না। বড়দিন উপলক্ষে গির্জাগুলোর প্রবেশপথে থাকবে আর্চওয়ে। এ ছাড়া কূটনীতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =