রূপসায় শাঁখাশিল্প বন্ধ হওয়ার পথে

0
547

রেজাউল ইসলাম তুরান,রূপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী শাঁখাশিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর) সরেজমিনে কাজদিয়া গ্রামের শাঁখাড়ি পাড়ার মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানাযায়। কর্তৃপক্ষের অসহযোগিতা,চোরাইপথে আসা শাঁখার কারনে দিনে দিনে আমাদের দেশীয় শাঁখার কদর কোমচ্ছে। সুত্রে জানাযায়,শাঁখারি পাড়ার বেশির ভাগ পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। কয়েক হাজার লোকের কর্মসংস্থান জড়িত এই শিল্পের সাথে। কিন্তু কালের পরিক্রমায় বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে করে আসা এই ব্যাবসা আজ বন্ধের পথে।

এখানকার তৈরি শাঁখা চট্টগ্রাম, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর,মাদারিপুর সহ দেশের বিভিন্ন জেলার দোকানিরা পাইকারি দরে কিনে নিয়ে যেতেন। কিন্ত বর্তমানে ভারতের বর্ডার থেকে অবাধে চোরাই পথে তৈরি শাঁখা আমাদের দেশে প্রবেশ করায় ব্যবসায়ীরা আমাদের দেশে তৈরি শাঁখার উপর আগ্রহ কমিয়ে ফেলেছে। এ বিষয়ে শাঁখাড়ি পাড়ার একজন ব্যবসায়ী দাস কনসেলের মালিক জীবন কুমার দাস জানায়,শাঁখা তৈরির প্রধান কাঁচামাল অধীক হারে শুল্ক দিয়ে বাইরের দেশ থেকে আমাদের দেশে আনতে হয় । কিন্তু পার্শবর্তী দেশ ভারতে শঙ্খ আমদানি শুল্কমুক্ত হওয়ায় সেখানকার তৈরি শাঁখার বাজার মূল্য কম। আর অবৈধ পথে সরকারের রাজস্ব ফাঁকি চোরাকারবারীরা ভারতের তৈরি শাঁখা আমাদের দেশে এনে কম দামে বিক্রি করায় শাঁখার দোকানিরা অধিক মূল্যদিয়ে দেশে তৈরি শাঁখা কিনছে না। তিনি আর বলেন বাপ-দাদা পূর্বপুরুষরা এই ব্যবসা করে আমাদের মানুষ করলেও আমরা এখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ও পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি। পাড়ার   প্রত্যকটি বাড়ী আগে যেখানে এক একটি কারখানা ছিল। বর্তমানে সেগুলোর কিছু বন্ধ হয়ে গেছে আর অধিকাংশ বন্ধ হওয়ার পথে।আমরা কিছু ব্যবসায়ীরা কষ্ট করে ঐতিহ্যবাহী বংশীয় ব্যবসা ধরে রাখা সম্ভব হবে না। তারা উদ্ধত্ত কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 6 =