নতুন রাজনৈতিক জোট “গণ ঐক্য” কুমিল্লা-১০ অাসনের মনোনয়ন পেলেন সাংবাদিক আজাদ

0
696

নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও প্রবীণ দল মুসলিম লীগ নির্বাচনী হারিকেন প্রতীক নিয়ে যাত্রা শুরু করলো ববি হাজ্জাজ নতুন রাজনৈতিক জোট “গণ ঐক্য”। নতুন রাজনৈতিক জোট “গণ ঐক্য” এর কুমিল্লা-১০ আসন (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন  পেলেন বিজয় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ।

তিনি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইুউপির মাহিনী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান । তিনি সাংবাদিকতার পাশাপাশি নিজেকে এলাকায় শিক্ষা উন্নয়ন, দুস্থ সেবা, বিনামুল্যে আইনি সেবা, তরুনদের ক্যারিয়ার গঠন, বিভিন্ন সামাজিক সংগঠনে পৃষ্ঠপোষকতাসহ সমাজসেবামূলক নানা কাজে সম্পৃক্ত রেখেছেন এবং এই উদ্যোগ আরো বেগবান করা ও এগিয়ে নেয়ার ব্যাপারে তিনি বদ্ধপরিকর।  কৈশোর থেকেই সংগঠক ও নেতৃত্বগুনের অধিকারী এই সাংবাদিক সমাজ গঠন ও তার ইতিবাচক পরিবর্তনে নিজেকে ব্রতী করার উদ্যোগে রাজনীতিতে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়ে সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দীর্ঘ ১০ বছর  ধরে ভোট বঞ্চিত বিপুল সংখ্যক তরুন ভোটারের কথা মাথায় রেখে তারুণ্যের প্রতিনিধি হিসেবে গণঐক্য থেকে ববি হাজ্জাজের রাজনৈতিক দল “জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন” (এনডিএম) থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 4 =