প্রবাসী নারীর কোটি টাকা আত্মসাত কারাগারে ফারুক

2
820

যুক্তরাজ্য প্রবাসী নারীর কোটি টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে গেলেন ওসমানীনগরের ফখরুল ইসলাম ফারুক। মৌলভীবাজার জেলার যুক্তরাজ্য প্রবাসী পারভীন বেগমের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদনও করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ফখরুল ইসলাম ফারুকের দুই ছেলে যুক্তরাজ্য থাকার সুবাধে পারভীন বেগমের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে মৌলভীবাজার শহরে একটি ভবন তৈরির কাজের জন্য বিভিন্ন ভাবে ফারুককে ১ কোটি ৫ লাখ টাকা প্রদানসহ দুটি অলিখিত স্বাক্ষর করা চেক প্রদান করেন পারভীন। কিন্তু টাকা পাওয়ার পরও দীর্ঘদিন ধরে চুক্তি মোতাবেক ভবনের কাজ শুরু না করায় তাকে টাকা ও অলিখিত চেক দুটি ফেরত দেয়ার জন্য চাপ দেন। কিন্তু সে টাকা ও চেক না দিয়ে উল্টো দুই কোটি টাকার চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং অলিখিত একটি চেকে ১ কোটি আশি লাখ টাকার অঙ্ক বসিয়ে চেক ডিজঅনার মামলা করেছে। এমন অভিযোগ এনে ২৭শে ডিসেম্বর জালালাবাদ থানায় ফারুকসহ তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করলে তা আমলে নিয়ে মামলা রুজু করে পুলিশ। এ ঘটনায় সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। পারভীন বেগমের ভাই মজিদ মিয়া বলেন, ফারুক মিয়া এত খারাপ লোক আগে বুঝিনি। আমার বোনের সরলতার সুযোগে সুকৌশলে এতগুলো টাকা নিয়েছে। এখন প্রাপ্ত টাকা ও অলিখিত চেক না দিয়ে উল্টো চাঁদা দাবি করে হুমকি দিচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের আবেদন করেছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =