আমার মনপ্রাণ প্রতিনিয়ত বাংলাদেশের জন্য কাঁদে: এস কে সিনহা

0
539

যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘স্টেট স্পন্সর্ড টেরোরিজম’ বা রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ঘটিয়ে যেভাবে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাতে অনন্য স্বৈরশাসনের নগ্ন ও বিভৎস প্রতিরূপটি বিশ্ব দেখেছে।

 

কেবল ক্ষমতা আকড়ে ধরে রাখতেই সরকার বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে সিনহা বলেন, স্বৈরশাসকরা অতি শক্তিশালী প্রচারযন্ত্রের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে এমনই অপপ্রচার করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার, পাকিস্তান আমলে আইয়ুব খান এবং বাংলাদেশে জেনারেল এরশাদ তেমনই দৃষ্টান্ত রেখেছেন। তারা উন্নয়নের কথা বলে নানা বিষয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। বস্তুত ‘জুডিশিয়াল ক্যু’ সরকারই ঘটিয়েছে। বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আমার মনপ্রাণ প্রতিনিয়ত বাংলাদেশের জন্য কাঁদে ও পড়ে আছে। তাই রবীন্দ্রসঙ্গীত শুনে, বই পড়ে এবং কিছু লেখালেখি ও জগিং করে মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা করি। এখানে আমি উদ্বাস্তু হিসেবে জীবন কাটিয়ে বাংলাদেশের গৌরব ভূলুণ্ঠিত করতে চাই না। সরকার নিরাপত্তার ব্যবস্থা করলে নিজের গ্রামে গিয়ে দাতব্য কর্মকাণ্ড দেখভাল করতে চাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =