দেশের উন্নয়নের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ভূমিমন্ত্রী

0
455

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশের উন্নয়নের চিত্র আজ সবার চোখের সামনে। স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ, চিকিৎসা সেবার উন্নয়ন, ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন, দেশব্যাপী বিদ্যুৎ সেবার উন্নয়ন, মানুষের আয়সীমার উন্নতি সবকিছুই জনগণ আজ ভোগ করছে। উন্নয়নের বার্তা দেশের হাটে, ঘাটে, মাঠে, চায়ের দোকান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

আজ সকালে ঈশ^রদী পাকশি বিবিসি বাজার মোড়ে মিজু মিয়ার চায়ের দোকানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এ কথাগুলো বলেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করুন। উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এদেশের মানুষকে মায়ের মমতা দিয়ে ভালোবাসেন। মানুষের জীবন জীবিকা ও মানের অনেক পরিবর্তন ঘটেছে। এর সব কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। চায়ের দোকানে মতবিনিময় সভায় ঈশ^রদীর রূপপুর ও পাকশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 11 =