বিশাল সমুদ্রে দানবীয় হাঙরের সন্ধান

0
448

মেগালোডন এক প্রাগৈতিহাসিক জলচর। কম-বেশি মিলিয়ে ২.৬ মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে প্রাণীটি। কিন্তু এই প্রাণীটি যদি ফিরে আসে, কেমন হয়- এই নিয়েই কথা বলেছিল সেই ছবি।

 

মেগালোডন না ফিরলেও সম্প্রতি তার জায়গায় এক ‘দানব’ হাঙরের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইনসাইড এডিসন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডুবুরিরা ওহাউ নামক এক স্থানে সন্ধান পেয়েছেন এই দানবীয় আকৃতির শ্বেত হাঙরটির। ২০ ফুট দৈর্ঘ্যের এই হাঙরটির ওজন কম করে ২.৫ টন হবে বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। হাঙর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি স্ত্রী-হাঙর এবং সম্ভবত সে গর্ভবতী। জানা গিয়েছে, ডুবুরিদের একটি দল সমুদ্রের গভীরে একটি তিমির দেহাবশেষ খেতে আসা টাইগার শার্কদের ভিডিও তুলছিল। এমন সময়েই ওই হাঙরটি সেখানে আসে। তাকে দেখে হতবাক হয়ে যান দলের সকলে। ডুবুরি দলের মুখপাত্র ওশান র‌্যামসে জানিয়েছেন, দানব হাঙরটি সেখানে এলে টাইগার সার্কগুলি পালিয়ে যায়। তার ছবি ও ভিডিও তোলার জন্য ডুবুরিরা তার সঙ্গে বেশ খানিকক্ষণ সাঁতরান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =