পুরুষের চেয়ে নারী ভোটার বেশি কুড়িগ্রাম-৪আসনে ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯ হাজার ১১২জন

0
388

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮,কুড়িগ্রাম-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২৮,কুড়িগ্রাম-৪আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় মোট ভোটার রয়েছে ২লক্ষ ৮৯হাজার ১শ’ ১২জন। তার মধ্যে রৌমারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৪২হাজার ৩শ’৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭০হাজার ৫শ’জন ও মহিলা ভোটার রয়েছে, ৭১হাজার ৮শ’ ৪৮জন। এতে পুরুষের চেয়ে ১হাজার ৩শ’৪৮টি মহিলা ভোটার বেশি রয়েছে।

এ উপজেলায় কেন্দ্র সংখ্যা ৬১টি ও বুথ সংখ্যা ১০৫টি। রাজিবপুর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ৫৪হাজার ৭৯জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৬হাজার ৫শ’ ৩৫জন ও মহিলা ভোটার রয়েছে ২৭হাজার ৫শ’৪৪জন। এতে পুরুষের চেয়ে ১হাজার ৯টি মহিলা ভোটার বেশি রয়েছে। এ উপজেলায় কেন্দ্র সংখ্যা রয়েছে ২৭টি ও বুথ সংখ্যা রয়েছে ১শ’ ১৫টি।
চিলমারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ৯২হাজার ৬শ’৮৫জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৪হাজার ৭শ’ ৬৪জন ও মহিলা ভোটার রয়েছে ৪৭হাজার ৯শ’ ২১জন। এতে পুরুষের চেয়ে ৩হাজার ১শ’ ৫৭টি মহিলা ভোটার বেশি রয়েছে। এখানে কেন্দ্র সংখ্যা রয়েছে ৪২টি ও বুথ সংখ্যা রয়েছে ১শ’৯০টি। তিন উপজেলার ৫হাজার ৫শ’ ১৪টি মহিলা ভোটার বেশি রয়েছে।
ইতিমধ্যে রৌমারী উপজেলার নির্বাচন পরিচালনা করার জন্য প্রিজাইডিং অফিসার ৬৪জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৩শ’ ১০জন, পুলিং অফিসার ৬শ’ ২০জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসরা মো. জাহাঙ্গীর আলম রাকিব, রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুর রহমান, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শায়খুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − ten =