মুন্সীগঞ্জে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
662

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিাঃ মুন্সীগঞ্জ টংঙ্গীবাড়িতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ০৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১ । গত কাল ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আনুমানিক সারে ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, উপজেলার টঙ্গিবাড়ি বালিগাঁও বাজারের মামা ভাগিনা মার্কেটের গ/ঝ মায়ের দোয়া ফার্মেসী ভিতরে কতিপয় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যগন চলমান ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর পত্র ফাঁস করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস দল আভিযান পরিচালনা করলে। এ সময় প্রশ্ন পত্র ফাঁস চক্রের সদস্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব বুরদিয়া গ্রামের সলিম হাওলাদার এর ছেলে মজিবুর হাওলাদার (২৪), একই উপজেলার ঘোড়াকান্দা গ্রামের আনোয়ার শেখের ছেলে আল আমিন (২০), টংগীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও গ্রামের মৃত আবু তাহের বেপারীর ছেলে স্বপন বেপারী (২০) সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের বালিগাঁও মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের কাছ থেকে পাওয়া প্রাপ্ত প্রশ্ন পত্রের সাথে চলমান পরীক্ষার প্রশ্ন পত্রের যাচাই করে মিল পাওয়া যায়। গ্রেফতার কৃত আসমীদের কাছ থেকে ইংরেজি ১ম ও ২য় পত্রের প্রশ্ন ও উত্তর পত্রসহ ৩ টি স্মাট ফোন, প্রশ্ন পত্র ও উত্তরপত্র এর ১১ পাতা চৎরহঃবফ ঈড়ঢ়ু, প্রশ্ন পত্র ক্রয়-বিক্রয়ের কথো পকথনের ম্যাসেঞ্জারের ২১ পাতা প্রিন্টেন্ট কপি, ২ টি ইংরেজী গাইড বই, পাওয়া যায়। এ ছাড়া আসামীদের জিজ্ঞাসা বাদে জানা যায় যে, স্মাট ফোন এ ম্যাসেঞ্জারের এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সাথে জরিত একাধিক গ্রুপের সাথে যোগাযোগ করে বিকাশ নাম্বারে টাকা প্রেরণ করে প্রশ্নপত্র ক্রয় করে এরা শিক্ষার্থীদের মধ্যে ৩০০/৫০০ টাকায় প্রশ্ন বিক্রয় করে। ইংরেজী ২য় পত্র প্রশ্নের উত্তর পত্র পেতে দেরী হওয়ায় হাতে লেখা উত্তর পত্র ফটোকপি করে পরীক্ষার হলে বিতরণের উদ্যোগ গ্রহন করে। উক্ত আসামীদের নিকট থেকে প্রশ্ন ক্রয়-বিক্রয়ের ব্যবহৃত বিকাশ একাউন্ট ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত কথোপকথনের প্রমান পাওয়া যায়। প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যগন মুন্সীগঞ্জে বিভিন্ন সময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদেরকে প্রতারণা পূর্বক তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা মুন্সীগঞ্জ জেলার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সক্রিয় সদস্য বলে জানা যায়। প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি উপজেলার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনীয়) আইন এ মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − ten =