বিদায় অনুষ্ঠানে তোফায়েল আহমেদ নতুন মন্ত্রীসভা ভালো করবে বলে বিশ^াস করি

0
552

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, আদর্শবান এবং রাজনৈতিক ভাবে পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে একটি সুন্দর মন্ত্রীসভা গঠন করেছেন। নতুনদেরও কাজ করার জন্য জায়গা দিতে হয়। আমি বিশ^াস করি নতুন মন্ত্রীসভা ভালো করবে। বাংলাদেশ আওয়ামী লীগের এবারের বিজয় ঐতিহাসিক।

এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ সোনালী অধ্যায়ে প্রবেশ করলো। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে বাংলাদেশে বেশকিছু ভাল ও ঐতিহাসিক কাজ হবে। এ সময় উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, পালিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ হবে দরিদ্র ও ক্ষুধা মুক্ত সোনার বাংলা। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এর প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হবে আগামী ৫ বছরের মধ্যে। বাণিজ্যমন্ত্রী আজ (৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেষ কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকদের সাথে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি মাত্র ২৮ বছর বয়সে প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব নির্বাচিত হয়েছিলাম। বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তখন আমাকে রাষ্ট্রপতির বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। আমি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ২০১৪ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করলাম। আমি সফল ভাবেই বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন পালন করতে সক্ষম হয়েছি। যতদিন বেচে থাকবো দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো। বিগত ৫ বছর বাণিজ্য মন্ত্রণালয়ে আপনাদের সাথে নিয়ে কাজ করলাম, ভালো ভাবে কাজ করেছি। আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − 7 =