স্বাধীনতার পর পূর্ণ মন্ত্রী পেলো লালমনিরহাট-২ আসনের জনগন

0
495

তন্ময় আহমেদ নয়ন: স্বাধীনতার পর এই প্রথম পূর্ণমন্ত্রী করা হয়েছে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমদকে। পূর্ণ মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় চলছে খুশির আমেজ এবং এ আসনের জনগন মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। নুরুজ্জামান আহমেদ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। রবিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেয়া হয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৪ ও ২০১৮ সালে লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৭৭ ভোট।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =