হাইকোর্ট থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফাইল গায়েব!

0
550

অবি ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেতে মো. ওয়াজেদুল ইসলাম শাহীনের আপিল শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

 

মামলার ফাইল উপস্থাপন করতে না পারায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জেবিএম হাসান ও খায়রুল আলমের বেঞ্চ। পরে আদালত সেকশন অফিসার আবদুর রাজ্জাক ও রাশেদকে ডেকে দুপুর ২টার মধ্যে ফাইল উপস্থাপনের নির্দেশ দিয়ে বলেন, রিমান্ডে নিলে ফাইল ঠিকই বের হবে।

বিকাল ৪টা পর্যন্ত ফাইল উপস্থাপন না করায় আদালত দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন। একই সঙ্গে আজ বুধবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সংশ্লিষ্ট আইনজীবী জানান, ওয়াজেদুল ইসলাম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাটগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আগামী ১০ মার্চ উপজেলায় নির্বাচন। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। তার আবেদনপত্র ভোটারদের স্বাক্ষর জটিলতায় বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কাছে আপিল করা হলে তাও বাতিল হয়ে যায়।

গত রোববার হাইকোর্টে রিট করেন শাহীন। সোমবার শুনানি হওয়ার কথা থাকলেও মামলা নম্বর ভুলের কারণে ওই দিন শুনানি হয়নি। মঙ্গলবার শুনানির সময় ফাইল না পাওয়ার ঘটনা ঘটল।

চেয়ারম্যান প্রার্থী শাহীনের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী জানান, রিট শাখার দুই কর্মকর্তাকে ডেকে ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয়া হয়েছে। আজ শুনানি হওয়ার কথা। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন বলেন, আদালত দু’জনকে নথি খুঁজে বের করতে সময় দিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − three =