ধামরাইয়ে সাংবাদিক দীপক চন্দ্র পাল হামলার শিকার

0
650

আমির হামজা :ধামরাইয়ে সরকারী অর্পিত সমপত্তি প্রকাশ্যে বিক্রির ঘটনায় নির্বাহী কর্মকর্তা আবুল কালাম কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করে নীরব থাকায় এখন ভুমিদস্যুরা দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে ধামরাই পৌর এলাকার পুর্ব কায়েত পাড়ায় এক শ্রেণী ভুমি অফিসে দালালদের মাধ্যামে বিমল নামে এক ব্যাক্তি সরকারী সম্পত্তি ১২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছে ২ শতাংশ । এব্যাপারে তথ্য সংগ্রহে গেলে দেশ টিভির ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক দীপক চন্দ্র পালের উপর ভুমি দস্যুরা হামলা চালিয়ে তার সাথে থাকা সর্বস্ব লুট করে নেন। এঘটনায় ধামরাই থানায় লিখিত অীভযোগ দায়ের করেন। এরপর ঘটনার ৪০ দিন” পেরিয়ে গেলেও সন্ত্রাসী হামলায় ছিনিয়ে নেওয়া ক্যামেরা মেমোরি কার্ড ব্যাটারী,একটি মোবাইল ফোন,নগত ২৭৭০ টাকা আজো ধামরাই থানা পুলিশ আজ ও উদ্ধার করতে পারেনি ।

 

অনুস্ধানে জানাগেছে, গত ১৫ জানুয়ারী সকাল নটায় দিকে ধামরাই পৌর এলাকার পুর্ব কায়েত পাড়ায় সন্ত্রাসী ভুমি দস্যু উত্তম গাঙ্গুলি তার স্ত্রী তমা রানী তাদের ভাড়া করা বাহারের স্ত্রী সহিদার সাথে আরো কয়েক জন সন্ত্রাসী মিলে তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিক দীপক চন্দ্র পালের উপর হামলা চালায় । হামলার সংবাদ জেনে ধামরাই থানার পুলিশের এএসাই শামীম ঘটনাস্থলে এসে হামলাকারীদের মধ্যে সৌরভ নামের এক জনকে গ্রেফতার করে। এ নিয়ে ধামরাইয়ের সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও সকল হামলা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এনও) আবুল কালাম সরকারী সম্পত্তি বিক্রি হচ্ছে জানার পরে কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারনে সাংবাদিক দীপক চন্দ্র পালের উপর হামলা হয়েছে । সম্প্রতি ধামরাই পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে প্রশাসনের চোখের সামনে কয়েক কোটি টাকার সম্পতি দূর্নীতিবাজরা বিক্রির করে হাতিয়েছে নিছে বলে অভিযোগ রয়েছে। আর এ পেছনে উপজেলা প্রশাসনের কিছু দুনির্তীবাজ কর্মকতারা ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × four =