রৌমারীতে শিলা বৃষ্টি গম ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি

0
966

মাজহারুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রৌমারীতে শিলা বৃষ্টির ফলে গম, লিচু ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল রাতে হটাৎ করে মেঘের গুরুম গুরুম শব্দে প্রচন্ড শিলাবৃষ্টি শুরু হয়। শিলের আঘাতে আমের মুকুল ছিন্ন-ভিন্ন হয়ে ছিটকে পড়ে। এছাড়া মুকুলে পানি প্রবেশের ফলে আমের ফলন ব্যাপক হারে কমে যাওয়ার আশংকা করা হচ্ছে। কৃষি বিদদের মতে আমের মুকুল আসার সময় বৃষ্টি হলে মুকুলে পানি জমাট বেধে পরাগায়নে ব্যাপক ক্ষতি হয়। মুকুলে পানি লাগার ফলে মুকুল কাল হয়ে নষ্ট হয়ে যায়।

অপরদিকে শিলাবৃষ্টির ফলে গমের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। গমের এখনও পুরোপুরি দানা হয়নি। শিলা বৃষ্টির ফলে ফুল ও মানিক ঝড়ে পড়ে যায়। তাই ফাল্গুনের ঝড়ো বৃষ্টি কৃষির মঙ্গল বয়ে আনেনা। তবে আম ও লিচু চাষীরা ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন। এব্যাপারে গম চাষী আকবর হেসেন, জলিল ,আকমল বলেন, গমের শিষ বেড় হওয়ার পর ১৫দিন যেতেনা যেতেই যদি ঝড়-বৃষ্টি হয় তাহলে ওই গম শিষে দানা হয়না। তাই বৃষ্টির ফলে গম চাষীরা ভাবনায় পড়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 12 =