লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে ১৫ জলদস্যু আটক

0
365

লক্ষ্মীপুর প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে ১৫ জলদস্যুকে আটক করেছে নৌ পুলিশ। রোববার রাতে কমলনগরের মতির হাট চরগাজী এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র (দুটি রামদা, ২০ টি বাঁশ) উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুটি ইঞ্জিন চালিত নৌকা।

পুলিশ জানায়,আটককৃতরা হলেন,বেলাল হাওলাদার, হিরন ব্যাপারী, দুলাল হোসেন, সোহাগ মাঝি, রিপন সরদার, মামুন বয়াতি, মো. ইউনুছ, জাহাঙ্গীর মাইনতা, মোহাম্মদ আলী, তাহের শেখ, আব্দুর রহিম মাঝি, মামুন পলোয়ান, আনোয়ার মাঝি, আলমগীর হোসেন ও রিপন শেখ। সবাই বরিশাল জেলার উলানিয়া, পাতারহাট ও মেহেদীগঞ্জের বাসিন্দা। সদর উপজেলার মজু চৌধুরী ঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাস্মদ ইব্রাহীম জানান, কতিপয় লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দেশীয় অস্ত্রসহ ১৫ জলদস্যুকে আটক করা হয়। আটককৃতরা সবাই জলদস্যু দাবী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বরে জানান পুলিশের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + 15 =