বিমানের সব যাত্রী নিরাপদে নেমে এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

0
669

অবি ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি থাকা বিমানের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।আজ রবিবার বিকালে ঢাকা থেকে দুবাইয়ের পথে রওনা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি এক অস্ত্রধারীর কবলে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

 

তিনি বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ময়ূরপঙ্খী বিমানটি বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

অসমর্থিত সূত্রের খবর, দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা হয়। বিমানের এক যাত্রী পিস্তল হাতে পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + three =