রৌমারীতে ১৪৪ জন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী জাকির হোসেন

0
492

২২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটার দিকে.  কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার প্রত্যন্ত চরঞ্চল এলাকায়. ১৪৪ জন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ এর ঢেউটিন বিতরণ করেন.  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গনশিক্ষা মন্ত্রণালয়ের আস্থা ভাজন প্রতিমন্ত্রী জাকির হোসেন তার নিজ হাতে দরিদ্রদের মাঝে হাতে তুলে দেন।

দরিদ্রদের পরিবারসমূহে ঘর করার উদ্দেশ্যে ঢেউটিন গুলো তুলে দেন। এতে উপস্থিতি ছিলেন আফছানা রাব্বি রিপা  চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা. উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপংকর রায়. সঙ্গে ছিলেন. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক।উপজেলার ছয়টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগনদের উপস্থিতিতে বাসস্থান বিহীন দরিদ্র জনগোষ্ঠীদের ৯ ফোর্ড এক বান্ডেল ৮ পিস করে ঢেউ টিন দেওয়া হয়। উপজেলা চত্বর প্রাঙ্গনে দুপুর দুইটার দিকে বিতরনী কার্যক্রম শেষ হয়। এতে দরিদ্ররা সরাসরি বিনামূল্যে টিন পেয়ে আনন্দিত বলে তারা জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + sixteen =