ইউএস-বাংলাকে ধাক্কা দিলো বাংলাদেশ বিমান

0
522

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িংয়ের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

 

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ। এ ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাক কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল। এ সময় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়। তিনি আরো বলেন, বেশকিছুক্ষণ পর যাত্রীবাহী ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর বিমানটি আবার জেদ্দার উদ্দেশ্যে ছেড়েও যায় বলে জানান তিনি। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি ক্ষতিগ্রস্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, কী পরিমান ক্ষতি হয়েছে সে বিষয়ে তদন্ত করছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + ten =