বাংলাদেশ কোন সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই আশ্রয় দেবে না : প্রধানমন্ত্রী

0
654

শূন্য সহনশীলতা নীতির কারণে বাংলাদেশ কোন সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই আশ্রয় দেবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বলেছেন, সহযোগিতা অব্যাহত থাকলে দুই প্রতিবেশির সম্পর্ক হবে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত। দুপুরে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে যৌথ ভিডিও কনফারেন্সে মাধ্যমে ভারত থেকে দোতলা বাস, একতলা এসি ও নন এসি বাস, ট্রাক আমদানিসহ বেশ কিছু প্রকল্পের সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতীয় আর্থিক অনুদানে পাঁচ জেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় ১১টি পানি শোধনাগার স্থাপন এবং সার্ক ভুক্ত দেশগুলোতে ভারতের ন্যাশনাল নলেজ নেটওয়ারক সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে, নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশকে সহযোগিতা করতে পারা ভারতের জন্য গৌরবের। বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণা বলেও মনে করেন তিনি। টানা তৃতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নরেন্দ্র মোদীর সাথে এটাই প্রথম ভিডিও কনফারেন্স।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =