অবশেষে জল্পনা কল্পনা শেষে মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলা চেয়ারম্যান

0
642

কামরুল হাসান রুবেলঃ পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ঢাকা জেলার, সাভার উপজেলার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আলীগের যুগ্নসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, এক মাএ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় উপজেলা পরিষদ নির্বাচনে বিধিমালা, ২০১৩ এর বিধি ২৪ অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাভার উপজেলা আলীগের  যুগ্নসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হয়েছেন। মোঃ শহিদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঢাকা এবং রিটার্নিং অফিসার জানান, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত।মঞ্জুরুল আলম রাজীব আমাদের বলেন,এই বিজয় শুধু আমার একার নয় এ বিজয় সবার, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, পাকিস্তানের বিরুদ্ধে কলম ও অস্ত্র ধরেছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য। সে কারণে আমাদের ঘর গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারপর ও আমার বাবা থেমে থাকেনি।আমি তারই ছেলে, আমি আমার দেশ, জাতি ও দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।আমি সৎ ভাবে নিষ্ঠার সাথে  বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি বলে, আমাকে কোন নিন্দা অপপ্রচার আমার অনিষ্ট করতে পারে নাই।বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবো।আমি মানুষের সেবা করাকেই মহান পেশা হিসেবে বেছে নিয়েছি।তিনি আরো বলেন, আমি দলের স্বার্থে সব কিছু করতে পারি এমনকি জীবন দিতে প্রস্তুত কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × two =