শ্রীনগরে স্কুল ছাত্রের বিরুদ্ধে কুকুর চুরির অভিযোগ

0
493

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ১০ম শ্রেনির এক স্কুল ছাত্রের বিরুদ্ধে কুকুরের বাচ্চা চুরির অভিযোগ করা হয়েছে। স্কুল ছাত্রের বিরুদ্ধে কুকুরের বাচ্চা চুরির অভিযোগ থানা পুলিশ আমলে নেওয়ার পর হতে উপজেলার সর্বত্র এখন ভাইরালে পরিনত হয়েছে।

 

জানাযায়, উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকার বাসুমীর(৩৫) নামে এক ব্যাক্তি কুকুর চুরির এ অভিযোগ করেন।  বাসুমীর ৩ মাস বয়সি একটি দেশীয় কুকুরের বাচ্চা পুশতেন। প্রায় ১৫/২০ দিন আগে তার পোশা কুকুর বাচ্চাটি হারিয়ে যায়। অনেক খোজাখুজির পর পাশ্ববর্তী শান্ত বেপারীর বাড়ির পালিত কুকুরের সাথে তার কুকুুরের বাচ্চাটি খেলা করতে দেখে নিজ বাড়িতে নিয়ে যান। প্রায় ১০/১২ দিন আগে পূনরায় তার কুকুরের বাচ্চাটি নিখোজ হয়। কুকুরের বাচ্চা চুরির সন্দেহে বাসুমীর, কামারগাঁও কাজী ফজলুল হক বিদ্যালয়ে পড়–য়া ১০ম শ্রেনির ছাত্র শান্ত বেপারীর ছেলে মারুফ (১৫) এর বিরুদ্ধে শ্রীনগর থানায় কুকুরের বাচ্চা চুরির একটি অভিযোগ করেন। স্কুল ছাত্র মারুফের মেজ ভাই বাবু জানায়, মারুফকে খুজতে বাঘড়া ফাড়ির ইনচার্জ এসআই পরিমল মন্ডল কয়েক দফা তাদের বাড়িতে যায়। মারুফকে না পেয়ে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এসআই পরিমল আবার মারুফদের বাড়িতে আসেন এবং তার পরিবারের লোকদের বকা ঝকা করে ও দ্রুত বাঘড়া ফারিতে মারুফকে পাঠিয়ে দিতে বলেন।

নতুবা সমস্যা হবে বলে শাসিয়ে যান। কুকুর চুরির অভিযোগ করায় ১০ম শ্রেনির স্কুল ছাত্র লেখা পড়া ছেড়ে লজ্জায় ও পুলিশি ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। কুকুরের বাচ্চা চুরি বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে বাঘড়া ফাড়ির ইনচার্জ পরিমল মন্ডলকে তদন্ত করতে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 8 =