এরদোগান ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন

0
439

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

 

তিনি বলেছেন, ‘হলোকাস্ট গহত্যার পর মানবতার জন্য ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হচ্ছে ঠিক তেমন করেই বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত।’ শুক্রবার ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার প্রেক্ষিতে ওআইসিসি এই জরুরি বৈঠক ডাকে। মসজিদে হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করেন এরদোগান। তিনি বলেন, ‘মুসলিমদের জন্য আরডার্ন যে সমানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 1 =