ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে নতুন কৌশলে চলছে চাঁদবাজী

0
490

আমির হামজা : ঢাকার ধামরাইয়ে এক্সেল লোড ষ্টেশনে যানবাহনে নতুন কায়দায় কৌশলে চলছে চাঁদাবাজী । জানাগেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাথুলী এলাকায় যানবাহনের ওজন মাপার এক্সেল লোড আন লোড ষ্টেশনে যানবাহন প্রবেশের পুর্বে নিরাপত্ত প্রহরী নামধারী সন্ত্রাসীরা চাদাঁবাজী চালিয়ে যাচ্ছে নতুন কৌশলে ধরা ছোঁয়ার বাহিরে থেকে। চুক্তির মেয়াদ শেষ হলে ও রেগনাম রিসোর্স লিমিটেডের মালিক মোহাম্মদ আলী জনি জোর পুর্বক অবৈধ ভাবে দখল করে রেখেছে এক্সেল লোড ষ্টেশনটি।

 

তার নিজস্ব বাহিনী দিয়ে যাবাহনের চালকদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি, কোটি টাকার চাঁদা । আর এ, ভাবে চলে আসছে এক্সেল লোড ষ্টেশনের চাঁদবাজী । রেগনাম রিসোর্স লিমিটেডের চাঁদাবাজদের সাথে হাইওয়ে ও থানা পুলিশ মিলে মিশে চাদাবাজী চালাচ্ছে দীর্ঘ দিন ধরে নিবিঘ্নে যেন দেখার কেউ নেই, এখানে চলছে রাম রাজত্ব কায়েম । এদিকে রেগনাম রিসোর্স লিমিটেডের চুক্তির মেয়াদ ১ বছর আগেই শেষ হলে ও তারা প্রকাশ্যে দিনে ও রাতে যানবাহন থেকে চাদাবাঁজী চালিয়ে যাচ্ছে । রেগনাম রিসোর্স লিমিটেডের কর্মচারীরা প্রায় বছর খানেক থেকে বেতন ভাতা পাচ্ছে না, তা হলে প্রশ্ন হচ্ছে তারা কি করে স্কেলে কিসের ডিউটি করছে তাদের একমাত্র ডিউটি হচ্ছে চাদাবাজীঁ । এই বিতর্কিত ঠিকাধারী প্রতিষ্ঠান রেগনাম রিসোস লিমিটেডের মালিক মোহাম্মদ আলী জনির খুটির জোর কোথায় । এ ব্যাপারে নয়ারহাট সড়ক ও জনপথের সেকশন অফিসার ( এস ও ) কামাল উদ্দীন অপরাধ বিাচত্রাকে বলেন , সড়ক ও জনপথ মন্ত্রনালয়ের সচিব মহোদয় এক্সেল লোড ষ্টেশনে মনিটরিং করছে । ভুক্তভোগীদের দাবী অবিলম্বে এক্সেল লোড ষ্টেশন থেকে সস্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্ত্রক্ষেপ কামনা করছে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × three =