১৩ হাজার পুলিশ সরাসরি দুর্নীতি মামলায় জড়িত: হাইকোর্ট

0
720

অবি ডেস্কঃ ১৩ হাজার পুলিশ সরাসরি দুর্নীতি মামলায় জড়িত বলে মামলার পর্যবেক্ষণে মন্তব্য করেছেন হাইকোর্ট। এসব পুলিশের বেশির ভাগই থানায় দায়িত্ব পালন করেন। তাদের জন্য গোটা পুলিশ বিভাগের বদনাম হচ্ছে বলেও মনে করেন হাইকোর্ট।

 

মঙ্গলবার সকালে বিচারপতি এসআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরা শ্যামনগর থানার ওসির এক মামলায় মধ্যস্থতা করার ঘটনায় এ ক্ষোভ প্রকাশ করেন। আদালত বলেন, অনেক পুলিশ কষ্ট করে দিনযাপন করেন, অথচ অনেকের ৪-৫ টা বাড়ি।

সেই সঙ্গে ওসিরা সব জায়গায় রাতে কোর্ট বসায়, কিভাবে তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, নিজেরা বিচার বসায় কেমন করে, কোন সাহসে? হাইকোর্ট আরো বলেন, তারা সুবিধা মত মামলা নেয়, থানায় টাকা ছাড়া জিডিও হয় না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 15 =