পরিবেশ পুলিশ থাকতো তবে পুলিশী কার্যক্রম চালানো যেতো : আইজিপি

0
539

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সত্যিকার অর্থে যদি পরিবেশ রক্ষা করতে হয়, তবে দেশে পরিবেশ পুলিশ প্রয়োজন এবং গঠন করতে হবে।

 

এসময় তিনি বলেন, যত্রতত্র যেভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, নদীগুলো দখল করা হচ্ছে, কৃষি জমি নষ্ট করা হচ্ছে এখানে যদি পরিবেশ পুলিশ থাকতো তবে পুলিশী কার্যক্রম চালানো যেতো। তিনি আজ শনিবার দুপুরে জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কমকাণ্ডের ভিত্তিপ্রস্তর ও ভবন উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশের জবাবে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পদস্থ পুলিশের কর্মকর্মাবৃন্দ। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বড়বড় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি’না এবং এব্যাপাওে পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, অগ্নিকাণ্ডের পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনাহত জনতাকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + 12 =