বিভিন্ন কোম্পানীর ৪০ বস্তা নকল ওষুধ জব্দ

0
541

রাজধানীর গেন্ডারিয়ায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনটি নামি কোম্পানির ৩৫ থেকে ৪০ বস্তা নকল ওষুধসহ কাঁচামাল উদ্ধার করা হয়।

 

সেইসাথে জব্দ করা হয় যন্ত্রপাতি। তবে আটক করা যায়নি কাউকে। বাইরে থেকে বোঝার উপায় নাই অভিযান চালানো বাড়িটির ভেতরে তৈরি হয় নামি-দামি কোম্পানির নকল ওষুধ। ছয়টি ঘরে মেলে স্কয়ারের সেকলো, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মনটেয়ার, অপসোনিনের ফিনিক্স নকল ওষুধ, কাঁচামাল ও যন্ত্রপাতি। ডেমরা জোনের সহকারি কমিশনার রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালায় পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায়, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে খোঁজা হবে এই চক্রকে। কারখানায় কাঁচামালসহ নকল ওষুধ পাওয়া যায় ৩৫ থেকে ৪০ বস্তা। এছাড়াও সেখান থেকে কোটি টাকার যন্ত্রপাতি জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − twelve =