বালিকা বিদ্যালয় উড়িয়ে দিল জঙ্গিরা

0
622

আফগানিস্তানে আরেকটি বালিকা বিদ্যালয় উড়িয়ে দিয়েছে দেশটির সরকারবিরোধী জঙ্গিরা। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর একদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালালো জঙ্গিরা।

 

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে এ হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আজিম সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, আমির সির আলী খান হাইস্কুলটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। সোমবার রাতে এ হামলা চালানো হয়। স্কুলটি পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ সিটিতে অবস্থিত। তিনি জানান, ওই হামলায় স্কুলের দালানটি ধ্বংস হয়ে গেছে। তবে কেউ আহত হয়নি। স্কুলটিতে ১ সহস্রাধিক ছাত্রী অধ্যয়ন করে। রাতে ওই হামলার সময় স্কুলটি বন্ধ ছিল। এ ঘটনায় তদন্ত চলছে। এর আগে, রবিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের ৬৯৫ কিমি পশ্চিমের তোসাক নামের স্থানে একইধরনের হামলা চালিয়ে একটি বালিকা বিদ্যালয় উড়িয়ে দেয় জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনাগুলোর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × one =