সাভারে ৪৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)

0
408

কামরুল হাসান রুবেল  : সাভারে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতর ইয়াবা পাচারের সময় বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করাসহ ২১০ টি গ্যাস সিলিন্ডারসহ ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিৎ করেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”কক্সবাজার থেকে গাজিপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমান ইয়াবার একটি চালান নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সাহারা ফিলিং ষ্টেশনের সামনে থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে দুটি গ্যাস সিলিন্ডারের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা চালক ও এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।” গ্রেপ্তারকৃতরা হলো, ঈসমাইল হোসেন (৩৮) ও মাহমুদুল হককে (৩৫)। এর মধ্যে মাহমুদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের কক্সবাজার জেলায়। সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম সহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =