আর্ত মানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় অবদান রেখে চলেছে : প্রধান বিচারপতি

0
463

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকারি ও বেসরকারি ভাবে অসহায় ব্যক্তিদের বিনামূল্যে যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয়।

 

অর্থের অভাবে বিচার ব্যবস্থায় অনেকেই আইনি সহায়তা থেকে বঞ্চিত। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর হোটের সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক লায়ন্স জেলা বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সেবা দিতে বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এসব সুবিধা বঞ্চিত মানুষদের জন্য সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাবসহ বেসরকারি সংগঠনগুলো বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রধান বিচারপতি আরও বলেন, আর্ত মানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় অবদান রেখে চলেছে। বিশেষ করে ছিন্নমূল নারী-শিশু ও অসহায় মানুষদের জন্য এই সংস্থাটির বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। লায়ন্স ক্লাবের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি লায়ন্স জেলা গভর্নর হাবীবা হাসান পিএমজেএফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্বদেশ রঞ্জন সাহা, মো. আমিনুল ইসলাম লিটন, ড. শরীফুল ইসলাম রিপন, মোহাম্মদ ফখরুদ্দিন, সাদেকুর রহমান শাহীন, আহমেদ ইমতিয়াজ হাসান শিহাব, পারভেজ রানা, আনিসুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও লায়ন কামরুন্নেসা খান কুমু প্রমুখ। দেশে এ সংগঠনের মোট সদস্য ২০ হাজারেরও বেশি। মোট ক্লাব-এর সংখ্যা ৬৯৫টি। ৬টি লায়ন জেলায় বিভক্ত হয়ে সারা দেশে সংগঠনের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। দুইদিনব্যাপী এ সম্মেলনে শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − eleven =