পরিস্থিতি যাই হোক না কেনো, এই দায়িত্ব নিরবিচ্ছিন্নভাবে পালন করে যেতে হবে : মাহাথির

0
442

ড. মাহাথির মোহাম্মদ বলেছেন যে মালয়েশিয়াকে উন্নত দেশ হিসেবে কখনোই সফল করা যেতো না, যদি না এখানে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে প্রকৃতিকে সংরক্ষণ ও বিদ্যমান পরিবেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো সামঞ্জস্যতা না থাকতো।

 

আজ (২০ এপ্রিল) দেশটির তামান তুগুতে ‘ধরিত্রী দিবস’ উদযাপন অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন। এই প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ করা প্রত্যেকের ব্যক্তিগত এবং সমষ্টিগত দায়িত্ব। পরিস্থিতি যাই হোক না কেনো, এই দায়িত্ব নিরবিচ্ছিন্নভাবে পালন করে যেতে হবে।” তিনি বলেন, “আমরা অনিয়মিত উন্নয়নের প্রভাবগুলো দেখেছি, যা কেবল লাভজনক খাতগুলোতেই জোর দেয়।” মাহাথির আরও বলেন, “আমাদের বুঝতে হবে যে, উন্নত জাতি হয়ে ওঠার প্রচেষ্টা অর্জন বা স্বীকৃত লাভ কখনোই সম্ভব হবে না- যদি আমরা কেবল সুউচ্চ দালানই দেখাতে থাকি, বিপরীতে আমাদের নদীগুলো দূষিত হয়ে যায়, আমাদের বনভূমির জায়গা মরুর আকার ধারণ করে এবং যে বাতাসে আমরা শ্বাস-প্রশ্বাস নিই তা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।”

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 − 1 =