সৌদি আরব বিরোধীদের মুখ বন্ধ করতে নানা অপবাদ দিয়ে শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেয়

1
1549

ইরানের বিচার বিভাগের মানবাধিকার কেন্দ্র জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। সৌদি আরবে একদিনে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় তেহরান এ আহ্বান জানালো।

 

ইরানের বিচার বিভাগের মানবাধিকার কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ মানবাধিকার পরিষদে সৌদি আরবের উপস্থিতি গোটা বিশ্বের মানুষের বিবেক-বুদ্ধিকে অবমাননা এবং উপহাস করার শামিল। এতে আরও বলা হয়েছে, সৌদি অপরাধযজ্ঞ কেবল মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের জন্যই মারাত্মক হুমকি নয় বরং গোটা বিশ্বের জন্যই হুমকি ও বিপদ। সৌদি হত্যা-নির্যাতনে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, ব্রিটেন ও ফ্রান্সের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন বিপদের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে তিনি জানান। সৌদি আরব প্রতি বছর বিরোধীদের মুখ বন্ধ করতে নানা অপবাদ দিয়ে শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সৌদি আরবে ১৪৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × five =