টিকিটের সঙ্গে খাবারের মূল্য কেটে রাখার সিদ্ধান্ত বাতিল

1
481

বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের খাবার যাত্রীদের জন্য বাধ্যতামূলক-এমন সিদ্ধান্ত বাতিল হতে যাচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে এ বিষয়ে মতামত চাইলে তিনি রেলমন্ত্রীকে এমন অনুরোধই করেন।

 

মেয়রের এমন মতামতের পর রেল কর্তৃপক্ষ বনলতায় টিকিটের সঙ্গে খাবারের মূল্য কেটে রাখার সিদ্ধান্ত বাতিল করবে বলে জানা গেছে। রাজশাহী সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফোন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের খাবারের বিষয়ে মতামত চাইলে খাবার বাধ্যতামূলক এমন সিদ্ধান্ত বাতিলের পক্ষে মত দেন এবং সেটি বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মেয়র। এ সময় মেয়রকে আশ্বস্ত করেন রেলমন্ত্রী। এ ব্যাপারে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘খাবারের বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছিলেন। আমি রাজশাহীবাসীসহ সব যাত্রীর প্রত্যাশা ও সুবিধার কথা বিবেচনা করে ট্রেনে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করে ঐচ্ছিক করার পক্ষে মত দিয়েছি। মন্ত্রী মহোদয় মূল্য কেটে রাখার সিদ্ধান্ত বাতিলে সম্মত হয়েছেন।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 18 =