দুর্নীতি দমন কর্মকর্তাকে জুতাপেটা করলেন নারী

2
1043

পুলিশের ইউনিফর্ম পরিহিত এক নারীর সামনে অপর একজন নারী এক ব্যক্তির শার্টের কলার ধরে মারপিট করছেন। শুধু তাই নয়, জুতা হাতে ইচ্ছে মতো পেটাচ্ছেন তাকে। তাকে টেনে-হেঁচড়ে রাস্তায় নিয়ে যাচ্ছেন তিনি।

 

পরে যখন ওই ব্যক্তি কোনো রকমে ছুটে গিয়ে গাড়িতে ওঠেন, তখন জুতা পরে ঘটনাস্থল থেকে বাড়ির পথে রওয়ানা দেন ওই নারী। ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, ভারতের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ওই ব্যক্তি। তাকে টাকা দেয়ার কথা বলে ডেকে আনেন ওই নারী। অন্যদিকে, ঘুষ দাবি করায় পুলিশের কাছে খবর দেন। ওই নারী বলেন, তাকে গ্রেফতারের উদ্দেশেই টাকা দেয়ার কথা বলে ডেকে আনেন তিনি। পরে পুলিশের কর্মকর্তারা তাকে আটক করেন। এ ঘটনা ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ডের জামশেদপুরের ম্যাঙ্গো এলাকায়। মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই প্রতারকের ওপর হামলা চালান অপর এক ব্যক্তি। তাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান তিনি। ওই নারীর অভিযোগ, পারিবারিক সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিজেকে দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। ওই ব্যক্তির কাছে ভূয়া আইডি কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 15 =