তরিকত ফেডারেশনের এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার

1
592

রাজধানীর বনশ্রী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ নামে ভণ্ডদের এক আস্তানা থেকে তরিকত ফেডারেশনের এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

মঙ্গলবার রাতের এই অভিযানে তাদের কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‍্যাব জানায়, বনশ্রী জি ব্লকে ৬ নম্বর মাঠের সরকারি এই জায়গা দখল করার জন্য তারা টিনের ঘর বানিয়ে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ, বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরাম ব্যানার লাগিয়েছিল। এটা মাদক সেবন এবং কেনাবেচার একটা বড় আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল। রাত ৯টার পর তারা সেখানে অভিযানে চালানো হয়। র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারদের মধ্যে সেলিম ভূইয়া তরিকত ফেডারেশনের স্থানীয় সভাপতি। গ্রেপ্তারদের মধ্যে ১১ জনকে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − fourteen =