জিনদের তৈরি দেওয়াল ও পিলার

1
792

পবিত্র কোরআন শরিফের ২৭ নং সূরা আন-নামলের ১৭ নং আয়াতে বলা হয়েছে, ‘সুলায়মান (আ.)-এর জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল।

 

তারা ছিল বিভিন্ন ব্যূহে সুবিন্যস্ত।’ হযরত সুলায়মান (আ.) ছিলেন হযরত দাউদ (আ.) এর সবচেয়ে কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেন জেরুজালেমে। আল্লাহ তায়ালা তাকে অনেক বিস্ময়কর নেয়ামত দান করেছিলেন। তিনি প্রাণীদের সঙ্গে কথা বলতে পারতেন। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। পিতা হযরত দাউদ (আ.) এর মৃত্যুর পর তিনি ৩০ বছর ফিলিস্তিন শাসন করেন। তিনি মসজিদুল আকসা সংস্কারে জিনদের নির্দেশ দিয়েছিলেন। কথিত আছে, সুলায়মানের সময় জিনদের তৈরি মসজিদুল আকসার কিছু দেওয়াল ও দুটি পিলার এই মসজিদের বেইজমেন্ট এলাকায় এখনো দেখা যায়। হযরত সুলায়মান (আ.)-এর মাজারটি মসজিদুল আকসার কমপাউন্ডে অবস্থিত। মসজিদুল আকসা হচ্ছে মক্কা ও মদিনা শরিফের পর তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =