‘আগোরা’ সুপার শপকে ৪ লাখ টাকা জরিমানা

1
1561

চট্টগ্রাম নগরের আফমি প্লাজার আগোরা সুপার শপে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে সুপার শপ মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

 

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্ব দেন। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, ভেজাল বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুপার শপ আগোরায় অভিযান চালায় র‌্যাব। এ সময় মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে আগোরা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যারা খাদ্যে ভেজাল দেয় এবং যারা ভেজাল খাদ্য বিক্রি করে- তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × one =