মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে : নাসিম

1
595

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম খাদ্যে ভেজালের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন । আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারর্স ক্লাব মাঠে ‘বাংলাদেশ তরিকত ফেডারেশনের’ ইফতার ও আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

 

নজিবুল বশর মাইজ ভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ। নাসিম বলেন, ‘মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজাল ব্যবসা করা। যার মাধ্যমে তাদের সন্তান মারা যেতে পারে, তার ভাই মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে।’এ ছাড়া খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ীদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবিও জানিয়েছেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই খাদ্যে ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে। এই ভেজালকারীরা মানুষরূপী নরপিচাশ, এদের শুধু অর্থদণ্ড নয়। ১৪ দলের পক্ষ থেকে আমরা দাবি করছি, এদের মৃত্যুদণ্ড দিতে হবে। এদের কোনোভাবে ক্ষমা করা যেতে পারে না।’বাঙালি জাতীয়তাবাদ বিরোধী সব ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। তিনি বলেন, ‘ইসলামের নামধারী যতগুলো রাজনৈতিক দল আছে, যারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রতেকটি দলের নামে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলব এবং হাইকোর্টে রিট করব।’ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা দেখেছেন এবার বর্ষবরনের সময় এক মৌলভী সাহেব বলে বসলেন, ইসলামে এটার ইয়ে নেই। আরে বর্ষবরণে ইসলামের কি আছে, বাঙালি জাতীয়তাবাদ বা জাতিসত্তা আমরা কোনো ধর্মের কাছে বিকিয়ে দিতে যাই নাই।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − two =