১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

0
629

ঢাকার কাপ্তান বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্যের ওপর তদারকি পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৭ জুলাই) ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আফরোজা রহমান এ অভিযান পরিচালনা করেন।

আফরোজা রহমান জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মোল্লা ফার্মেসি ও ইসলাম ড্রাগ হাউসকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও সাময়িকভাবে বন্ধ করা হয়। অপরদিকে আমদানি করা শিশুখাদ্যে আমদানিকারকের সিল না থাকা ও মোড়কজাত বিধিমালা অমান্য করায় সুমন স্টোর, নিউ আমানিয়া স্টোর, আল্লাহর দান ট্রেডার্স, নিয়ামতে স্টোর ও আল্লার দান স্টোরকে ২০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাদশা মিঞা গোশতের দোকান ও নুরুল ইসলামের গোশতের দোকানকে ৫ হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকি কাজে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ সার্বিক সহায়তা করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + ten =