পুলিশের উপস্থিতে ধামরাইয়ে লটারীর নামে জুয়া বন্ধ হচ্ছে না

0
669

বৈরাম খাঁ : ঢাকার ধামরাইয়ে যশোমাধবের ঐতিহ্যবাহী রথ মেলায়  পুলিশের উপস্থিতে লটারীর নামে জুয়ার আসর বন্ধ হচ্ছে না । জানাগেছে,  ধামরাইয়ে  যশোমাধবের রথ মেলায় পুলিশের উপস্থিতে লটারীর নামে জুয়া এখন বন্ধ হচ্ছে না শুধু প্রশাসনের গাফলতির কারনে । এ দিকে পুলিশ প্রশাসনের সহযোগীতায় দৈনিক স্বপ্ন প্রদীপ œ র‌্যাফেল ড্রর নামে জুয়ার আসর চললে ও কাউর কোন মাথা ব্যাথা নাই কারন ধামরাইয়ে চলছে এক অরাজগতা ও রাম রাজত্ব কায়েম । প্রশাসনের ও স্থানীয় কয়েকজন নেতার শেল্টারে লটারীর ম্যাধমে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে।

লটারী সিন্ডিকেটের বিরুদ্বে কোন ব্যাক্তি প্রতিবাদ করতে শাহস পাচ্ছে না ভয়ে কারন তারা প্রভাবশালী ও স্থানীয় প্রশাসন রয়েছে তাদের পক্ষে। এই লটারীর টাকা জোগান দিতে গিয়ে উঠতি বয়সের কিশোর ,তরুন ,যুবকরা চুরি ডাকাতি ছিনতাইয়ের নানা রকম অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পরছে । লটারীর মাইকের শব্দে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী ও অসুস্থ ব্যাক্তিদের রাতের ঘুম এখন হারাম হয়ে পড়েছে । পুলিশের নাকের ডগায় লটারীর ম্যাধমে জুয়া চললে ও থানা পুলিশ কেন এত নিরব রয়েছে । ধামরাই থানা পুলিশের ভুমিক নিয়ে এখন এলাকাবাসী আতংকে । যশো মাধবের রথ মেলায় লটারী জুয়ার কারনে এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতি । লটারী কোন ক্রমেই বন্ধ হচ্ছে না কারন শুধু অবৈধ টাকা ছড়া ছড়ির কারনে । ্ লটারী সিন্ডিকেটে চক্রের এক সদস্য অপরাধ বিচিত্রিাকে কে বলেন, আপনে পত্রিকায় নিউজ করলে আমাদের কিছুই হবে না  কারন আমাদের হাত অনেক লম্বা আমাদের সাথে সরকার দলীয় প্রভাবশালী কয়েক জন নেতা রয়েছে । এলাকাবাসী দাবী অবিলম্বে ^ধামরাই থেকে অবৈধ লটারীর কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের ্উর্ধত্বন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =